ঢাকা প্রিমিয়ার লিগে মোহাম্মদ আশরাফুল ও তাসামুল হকের জোড়া সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লারের বিরুদ্ধে ৫ উইকেটের জয় পেয়েছে কলাবাগান ক্রিকেট ক্লাব। ম্যাচ সেরা আশরাফুল অপরাজিত থাকেন ১০২ রানে। লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নামা অগ্রণী ব্যাংকের দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার আজমির আহমেদ ও শাহরিয়ার নাফীস। ৬৬ বলে ৫৮ রান করা আজমিরের বিদায়ে ভাঙে তাদের ১২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর আর তেমন কোনো জুটি পায়নি অগ্রণী ব্যাংক। দলকে দুইশ রানের কাছে নিয়ে ফিরেন শাহরিয়ার। তবে দুর্ভাগ্য মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি পাননি বাঁহাতি এই ওপেনার। পরের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে অগ্রণী ব্যাংক।
জবাব দিতে নেমে শুরুতেই জসিম উদ্দিনকে হারালেও দ্বিতীয় উইকেটে তাসামুল-আশরাফুলের ১৮৮ রানের জুটি দলকে নিয়ে যায় সহজ জয়ের পথে। ব্যক্তিগত ১০৬ রানে তাসামুল শফিউলের বলে ফিরে গেলেও জয় তাইবুর রহমানকে সাথে জয় নিয়েই মাঠ ছাড়েন আশরাফুল।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব