ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত ব্রাইটনের কাছে বড় ধাক্কা খেল আর্সেন ভেঙ্গারের দল আর্সেনাল।
রবিবার ব্রাইটনের মাঠে ২-১ গোলের ব্যবধানে হেরেছে আর্সেনাল। ফলে একের পর এক ব্যর্থতায় কোণঠাসা হয়ে পড়া আর্সেনালের পথচলা আরও কঠিন হয়ে পড়ল।
ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে আর্সেন ভেঙ্গারের শিষ্যরা। সপ্তম মিনিটে প্রথম সুযোগ পেয়েই ছয় গজ বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ ডিফেন্ডার লুইস ডাঙ্ক।
২৬তম মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোল খায় অতিথিরা। ফরাসি ডিফেন্ডার লরাঁ কোসিয়েলনির ভুলে বল পেয়ে ডান দিক থেকে দারুণ ক্রস বাড়ান জার্মান মিডফিল্ডার পাসকাল গ্রস। ছয় গজ বক্সের বাইরে থেকে গ্লেন মারের হেডে পেতর চেকের হাতের নিচ দিয়ে বল জালে জড়ালে আরও কোণঠাসা হয়ে পড়ে আর্সেনাল। ৪৩তম মিনিটে ব্যবধান কমান পিয়েরে-এমেরিক আউবামেয়াং। সুইস মিডফিল্ডার গ্রানিত জাকার পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে ডান পায়ের ফ্লিকে গোলটি করেন জানুয়ারিতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে আসা গ্যাবনের এই স্ট্রাইকার।
লিগে এই নিয়ে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে হারল আর্সেনাল। এবারের লিগে এটি তাদের দশম পরাজয়। ২৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।
বিডিপ্রতিদিন/ ০৪ মার্চ, ২০১৮/ ই জাহান