বার্সেলোনার প্রাণভোমরা ও আর্জেন্টাই তারকা লিওনেল মেসি আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন। রবিবার রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করে ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন লিও।
কাম্প নউয়ে ম্যাচের ২৬তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে চমৎকার বাঁকানো ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন মেসি। ফলে এই প্রথম টানা তিন ম্যাচে ফ্রি কিক থেকে গোল করলেন বার্সা তারকা।
চলতি লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটা ২৪তম গোল। স্পেনের শীর্ষ লিগে চলতি মৌসুমের পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। বার্সেলোনা ও আর্জেন্টিনা ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।
সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৫৩৯ ও দেশের হয়ে ৬১ গোল করেছেন ৩০ বছর বয়সী মেসি।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান