ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। রবিবার ইতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে ১-০ গোলে হারায় সিটি।
ঘরের মাঠে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে সিটি। অন্যদিকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে চেলসি। প্রথমার্ধে কোন দলই গেঅল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩৫ সেকেন্ডের মধ্যেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় আগের লিগ ম্যাচে আর্সেনালকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে আসা সিটি। চেলসির ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সের্হিও আগুয়েরোর বল পাঠান দাভিদ সিলভাকে। বাঁ দিক থেকে তার ক্রসে দারুণ টোকায় বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা।
শেষ পর্যন্ত ঐ এক গোলেই জয় নিশ্চিত করে সিটি।
২৯ ম্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে পেপ গুয়ার্দিওলার দল। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে তারা।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ