ইতালিয়ান জাতীয় দলের ফুটবলার ডেভিড আস্তোরিকে হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে সিরিআ লিগে খেলা তার ক্লাব ফিরোন্টিনা। শনিবার সন্ধ্যায় ঘুমের ভিরতই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করা এই ডিফেন্ডারের মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে এক বিবৃতিতে ফিরোন্টিনা জানায়, মর্মাহত ফিরোন্টিনা দুঃখের সঙ্গে জানাচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে ডেভিড আস্তোরির মৃত্যু হয়েছে। এই অবস্থায় আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা সবার থেকে সংবেদনশীলতা আশা করছি।
৩১ বছর বয়সী আস্তোরি ২০১১ সাল থেকে ইতালি জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন।
এদিকে লিগের ম্যাচে উদিনিসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল ফিরোন্টিনার। তবে এমন ঘটনার পর পরবর্তী তারিখের ঘোষণা না দেওয়া পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ