তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর লাল-সবুজের জার্সিতে শুরুতেই ব্যাট হাতে নেমেছেন লিটন কুমার দাস ও ইমরুল কায়েস।
এদিকে, বাংলাদেশ দলের বড় শক্তি সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই ম্যাচে অভিষেক হয়েছে ফজলে রাব্বির।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৯তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ৩০ বছর বয়সী রাব্বির।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ