এশিয়া কাপে দুর্দান্ত খেলা টাইগাররা জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। টস জিতে ব্যাটিংয়ে ওপেনার ইমরুল কায়েস দারুণ ব্যাট করলেও অপর প্রান্ত থেকে একমাত্র মোহাম্মদ মিথুন ছাড়া কেউ তাকে সঙ্গ দিতে পরেনি। এই প্রতিবেদন লেখার সময় ৩৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭২ রান। ১৪০ রানের আগেই ৬টি উইকেট পড়ে। এরপর সাইফুদ্দিনকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ইমরুল কায়েস।
এদিন, মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দ্রুত লিটন কুমার ও ফজলে মাহমুদ রাব্বীর উইকেট হারিয়ে বিপদে পড়ে ইমরুল। যদি মুশফিকের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে দলকে টেনে নেন ইমরুল। এরপর মোহাম্মদ মিথুনের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন তিনি। কিন্তু ১৩৭ রান থেকে ১৩৯ রানের মধ্যে মিথুন, মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান মিরাজ ফিরে গেলে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছেন ইমরুল। বতর্মানে ইমরুল ৯০ এবং সাইফুদ্দিন ১৬ রান নিয়ে ব্যাট করছেন।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৮/মাহবুব