ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে শতরান করে কিংবদন্তি ব্রায়ান লারাকে টপকে গেলেন রোহিত শর্মা৷ গুয়াহাটিতে ওয়ানডে ক্যারিয়ারে ২০তম শতরান করেন রোহিত৷ শুধু লারাকেই নয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির হিসাবে আরও দু’জন ক্রিকেটারকে ছাপিয়ে গেলেন হিটম্যান৷
এই ম্যাচের আগে ওয়ানডে ক্রিকেটে ১৯ টি শতরান করে লারা, মাহেলা জয়াবর্ধনে ও রস টেলরের সঙ্গে একাসনে ছিলেন রোহিত৷ ২০ তম শতরান করে তিনি ছাপিয়ে গেলেন তাদের তিনজনকে৷ টেলর ২০৪টি ম্যাচে ২৬টি শতরান করেন৷ লারা এই কৃতিত্ব অর্জন করেন ওয়ানডে ক্যারিয়ারের ২৫০ নম্বর ম্যাচে৷ জয়াবর্ধনে ৪৪৩টি ম্যাচ খেলে এমন পালক যোগ করেন নিজের মুকুটে৷ রোহিত শর্মা কেরিয়ারের ১৮৯ নম্বর ম্যাচে তুলে নেন ২০তম শতরান৷
লারাদের টপকে রোহিত শর্মা ছুঁয়ে ফেলেন পাকিস্তানি ওপেনার সাঈদ আনোয়ারকে৷ ভারতীয়দের মধ্যে ওয়ানডে শতরানের হিসাবে রোহিত রয়েছেন চার নম্বরে৷ তৃতীয় স্থানে থাকা সৌরভ গাঙ্গুলির (২২) থেকে দু’টি শতরান পিছনে রয়েছেন তিনি
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর