জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ২৭২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। সফরকারীদের ২৮ রানে হারায় মাশরাফিরা। আর এই ম্যাচে টাইগারদের জয়ের নায়ক ইমরুল কায়েস।
১৪০ বলে ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। আর ব্যতিক্রমী ঢংয়েই সেঞ্চুরিটা উদযাপন করেন ইমরুল। বাচ্চা কোলে নেয়ার মতো করে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে দু'হাতে নাচান ব্যাট। ইমরুল বললেন, ‘আমার বেবি হয়েছে, বেবির জন্য সেঞ্চুরি উৎসর্গ করেছি।’
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা হয়েছেন ইমরুল।
উল্লেখ্য, এদিন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি স্পর্শ করেছেন ১১৮ বলে। পরের ২২ বলে যোগ করেন ৪৪ রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ