নিউজিল্যান্ডের মাটিতে যেন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারছে না টাইগাররা। ওয়ানডে সিরিজ হারার পর প্রথম টেস্টে একদিন বাকি রেখেই এক ইনিংস ও ৫২ রানে হেরে যায় টিম বাংলাদেশ। টাইগারদের এই হতাশার সঙ্গে ভুগাচ্ছে ইনজুরি সমস্যা। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বাঁ হাতের কানিষ্ঠ আঙ্গুলের ইনজুরির কারণে পুরো সিরিজই মিস করেছেন। দলের সঙ্গে থাকলেও চোটে পড়ায় খেলা হয়নি মুশফিকুর রহিমের।
তবে আগামী ৮ মার্চ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে মুশফিককে পেতে পারে বাংলাদেশ। পাঁজরে, কব্জিতে ব্যথা, সাইড স্ট্রেইনে ভোগা মুশফিক এখন অনেকটাই ফিট। ওয়েলিংটন টেস্টে খেলতে চান এ উইকেটকিপার ব্যাটসম্যান। সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে খেলার পর আর মাঠে নামতে পারেননি মুশফিক। টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ, হ্যামিল্টনে প্রথম টেস্ট মিস করেছেন অভিজ্ঞ এ ক্রিকেটার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম