কোটি ভক্তকে কাঁদিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ আটের আগেই আসর থেকে বিদায় নিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে আয়াক্সের কাছে দ্বিতীয় লেগে ৪-১ গোলে বিধ্বস্ত হয় টানা তিনবারের বর্তমান চ্যাম্পিয়নরা। আর দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানের জয়ে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আয়াক্স।
শেষ ষোলোর প্রথম লেগে আয়াক্সের বিপক্ষে তাদেরই মাটিতে ২-১ গোলের জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ফলে কোয়ার্টার ফাইনালে গ্যালাকটিকোদের যাওয়াটা অনেকটাই নিশ্চিত ধরে রেখেছিলেন সমর্থকরা। কেননা পরের লেগ ঘরের মাঠ বার্নাব্যুয়ে, পাশাপাশি দুই অ্যাওয়ে গোলে এগিয়ে রয়েছে। তবে কিসের কি? উল্টো ঘরের মাঠে ডাচ দলটির বিপক্ষে স্রেফ উড়ে গেল সান্তিয়াগো সোলারির শিষ্যরা।
নিষেধাজ্ঞার কারণে এদিন ছিলেন না রিয়ালের নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস। কিন্তু খেলার শুরুতেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে রিয়াল। ম্যাচের ৪ মিনিটের মাথায় লুকাস ভাসকুয়েসের ক্রস থেকে রাফায়েল ভারানে হেড করলে বল গোলপোস্টে লেগে ফিরে আসে। ফলে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। তবে এরপরই ম্যাচের চিত্রটা পাল্টে দেয় নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাব আয়াক্স।
৭ মিনিটে আক্রমণ থেকে বল পেয়ে রিয়ালের ডি-বক্সে নিয়ে যান ডুসান ট্যাডিক। দুর্বল ডিফেন্সের সুযোগে তার পাস থেকে বল জালে জড়ান হাকিম জাইসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় আয়াক্স। ১৮ মিনিটে আবার সেই ডুসান ট্যাডিকের পাস থেকে পেনাল্টি বক্সের ৬ গজ দূরে বল পেয়ে যান ডেভিড নেরেস। বাম পায়ের বুদ্ধিদীপ্ত শর্টে বল আবারো রিয়ালের জালে।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে স্বাগতিক দল লস ব্ল্যাঙ্কসরা। ৫০ ও ৫৪ মিনিটে বেনজেমার দু'টি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরে গল্পটা আয়াক্সের। ৬২ মিনিটে ডুসান ট্যাডিকের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আয়াক্স। তবে গোলটি নিয়ে থেকে যায় বিতর্ক। ৭০ মিনিটে রিয়াল মাদ্রিদের মার্কো আসানসিও একটি গোল শোধ করে ব্যবধান কমান। তবে ৭২ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোলে দলকে ৪-১ গোলের লিড এনে দেন আয়াক্সের ল্যাসি স্কুনি। ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় পরপর তিনবার চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল।
শেষ পর্যন্ত ৪-১ গোলের এক ঐতিহাসিক জয়ে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আয়াক্স। দুই লেগ মিলে আয়াক্স জয় পেয়েছে ৫-৩ গোলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ