নিউজিল্যান্ডের মাটিতে যেন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারছে না টাইগাররা। ওয়ানডে সিরিজ হারার পর প্রথম টেস্টে একদিন বাকি রেখেই এক ইনিংস ও ৫২ রানে হেরে যায় টিম বাংলাদেশ। টাইগারদের এই হতাশার সঙ্গে ভুগাচ্ছে ইনজুরি সমস্যা। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বাঁ হাতের কানিষ্ঠ আঙ্গুলের ইনজুরির কারণে পুরো সিরিজই মিস করেছেন। দলের সঙ্গে থাকলেও চোটে পড়ায় খেলা হয়নি মুশফিকুর রহিমের। চোট আক্রান্ত জায়গায় ব্যথা রয়ে যাওয়াতে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত উইকেটকিপার এই ব্যাটসম্যান। বাংলাদেশ দলের হেড কোচ সরাসরি জানিয়ে দিয়েছেন- ‘দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা খুবই কম।’
বুধবারের সকালের অনুশীলনে হালকা চালে ব্যাটিং করেন মুশফিক। তবে তার শারীরিক ফিটনেস এবং অনুশীলনের ধরণ জানান দিচ্ছে ওয়েলিংটন টেস্টেও সম্ভবত খেলা হচ্ছে না তার। হেড কোচ স্টিভ রোড জানান, ‘আজকে প্রথমবারের মতো অনুশীলন করল। আজকে টেনিস, ক্রিকেট বল দিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছে। আর ক্রিকেট বল দিয়ে যখন অনুশীলন শুরু করে তখন বোঝা যায় তার লিগামেন্ট অঞ্চলে ব্যথা রয়ে গেছে।’
কোচ আরও বলেন, ‘টেস্ট ম্যাচে খেলার জন্য মুশফিক দ্রুততম সময়ে ফিরে আসতে মুশফিক তার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ক্রিকেট বলে অনুশীলনের সময় দেখা গেছে লিগামেন্টের চোট তার সমস্যা বাড়াচ্ছে। সেই সূত্রেই বলতে পারি সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে তার যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে; যদি না রাতারাতি আশ্চর্যজনক কোনো উপায়ে সে চোট সারিয়ে উঠতে পারে!’
কোচ বলেন, ‘মুশফিকের ইনজুরি প্রসঙ্গে সুখবরটা হলো চোট থেকে সেরে উঠে তৃতীয় টেস্টে খেলার জন্য সঠিক পথে আছে সে। আশায় আছি এই সময়ের মধ্যে আর নতুন কোন ইনজুরিতে যে না পড়লেই হল।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ