জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এনোক ইকোপকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এই ক্রিকেটের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি। দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
আইসিসির দুর্নীতি বিরোধী নীতি ভঙ্গের দায়ে এই শাস্তি পেতে হচ্ছে এনোক ইকোপকে। অভিযোগ আছে, ২০১৭ সালের অক্টোবরে জিম্বাবুয়ে জাতীয় দলের তৎকালীন অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজন নায়ার নামের, জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের এক কর্মকর্তা। পরে আইসিসির তদন্তে ওই ঘটনার সঙ্গে ইকোপের সম্পৃক্ততার প্রমাণাদি পাওয়া গেছে।
এ ঘটনায় গত বছর রাজন নায়ারকে ২০ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। এবার ইকোপকে দেয়া হলো ১০ বছরের নিষেধাজ্ঞা। আকসুর তদন্তে ঠিকমত সহযোগিতা না করার অভিযোগও রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তার বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/কালাম