কাতালান সুপার কাপে বার্সেলোনাকে ১-০তে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জিরোনা। বুধবার স্পেনের কাতালোনিয়ায় নোভা ক্রু আলটা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে বল দখলে বার্সা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জিরোনার ক্রিস্টিয়ান স্তুয়ানি পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে দলকে জেতান।
প্রতিপক্ষের মিডফিল্ডার ভালেরি ফার্নান্দেস বার্সার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে সেখান থেকে ৬৯ মিনিটে গোলটি আদায় করে নেন উরুগুয়ের স্ট্রাইকার ক্রিস্টিয়ান স্তুয়ানি।
এবারই প্রথম শিরোপার স্বাদ পেল জিরোনা। আগের তিনবারের দুবার শিরোপার দখল নিয়েছিল বার্সেলোনা। আর একবার শিরোপা ঘরে তুলেছিল এস্পানিওল।
বিডি প্রতিদিন/ফারজানা