ইউরো ২০২০ সালের বাছাইপর্বের ম্যাচ দিয়ে পর্তুগাল শিবিরে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুরুটা ভাল হয়নি বর্তমান ইউরো চ্যাম্পিয়রদের। শুক্রবার দিনগত রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের সাথে গোল শূন্য ড্র করেছে পর্তুগাল।
এদিন ঘরের মাঠ এস্তাদিও দি লুজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও গতিময় ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ১৫ মিনিটে পর্তুগালের উইলিয়াম কারভালহো জালের ঠিকানা খুঁজে পেলেও অফ সাইডের কারণে তা বাতিল করা হয়। ২৩ মিনিটে রোনালদোর নেয়া জোড়ালো শট ফিরিয়ে দের ইউক্রেনের গোলরক্ষক পিয়াতোভ। ২৭ মিনিটে পেনাল্টি ডি বক্সের ভিতর থেকে রোনালার জোড়ালো শট আবারো ফিরিয়ে দেন পিয়াতোভ।
ম্যাচের ৫১ ও ৫৭ মিনিটে আন্দ্রে সিলভা দুটি শট ফিরিয়েদেন গোলরক্ষক পিয়াতোভ। নিশ্চিত গোল থেকে উইক্রেনকে রক্ষা করেন তিনি।
ম্যাচের বাকিটা সময় পর্তুগাল কয়েকবার আক্রমণ চলালেও শক্ত ডিফেন্সে সেগুলো প্রতিহত হয়। ফলে গোল শূল্য ড্র দিয়ে পয়েন্ট ভাগাগাগি করতে হয় দুই দলকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ