ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন জন ব্রাভো । ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তার চ্যাম্পিয়ন গান বিশ্ব মাত করে। এবার হেয়ার স্টাইলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ক্যারিবীয় তারকা।
সতীর্থ মনু সিংকে নিয়ে টিম হোটেলের সেলুনে হাজির হন তিনি। প্রথমে সতীর্থের মাথার চুলে হালকা ব্রাশ করেন। এর পর ট্রিমার চালাতে শুরু করেন। এভাবে সব চুল উড়িয়ে দেন। পরে তার দাড়ি সেটিং করে দেন। দেখে মনে হবে যেন একেবারে পাকা হাতের কাজ।
আইপিএলে চোটের কারণে আপাতত দুই সপ্তাহ মাঠের বাইরে তিনি। সেই সুযোগে মাঠের বাইরে এ হঠাৎ হেয়ার স্টাইলিশের ভূমিকায় তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন