অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার নিজের ২৯তম জন্মদিন উপলক্ষে সোমবার মা ও প্রিয় বন্ধুর সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। এতে ক্যাপশনে লেখেন, ‘বয়ফ্রেন্ড (সেরা সঙ্গী) ও মায়ের সঙ্গে বার্থডে ডিনার।’ তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রটে যায় ফকনার সমকামী! কেউ কেউ তাকে সমকামী বলেও তকমা লাগিয়ে দেন। পরে অবশ্য ছবিটা নিয়ে পরিষ্কার একটা ব্যাখ্যা দিয়েছেন এই ক্রিকেটার।
সমকামী বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন দানা বাঁধার কয়েক ঘণ্টার মধ্যে এই অস্ট্রেলীয় অলরাউন্ডার অপর একটি পোস্টে নিজের ছবি দিয়ে জানালেন, তিনি সমকামী নন।
নিজের যৌন প্রবণতা বর্ণনাকারী সেই পোস্টে তিনি বলেছেন, ‘আগের রাতে আমার পোস্ট নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি সমকামী নই। যদিও এলজিবিটি কমিউনিটির প্রতি আমার সমর্থন রয়েছে। তাদেরকে কেউ সমর্থন করছে দেখলে আমি খুব খুশি হই।’
এরপরই তিনি মনে করিয়ে দিয়েছেন, ভালবাসা ভালবাসাই। তার কোনো প্রকারভেদ হয় না। আর ফকনারের যে বন্ধুকে নিয়ে এত কৌতুহল নেটিজেনদের, সেই রব জুবাকে নিজের সম্পর্কে তিনি বলেছেন, ‘ও আমার খুব ভাল বন্ধু।’
ফকনারের জন্মদিনের নৈশভোজের সেই ছবি নিয়ে কমেন্ট করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ফকনারের ব্যাখ্যার পর তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম