শচীন না লারা? ব্যাট হাতে বাইশ গজে কে সেরা? এই প্রশ্নে নানা জনের নানা মত। একইসঙ্গে কারণ হিসেবে রয়েছে একাধিক যুক্তিও। কিন্তু নব্বয়ের দশকের গোড়ার দিকে বাইশ গজে যখন একে অপরের প্রতিপক্ষ, তখন থেকেই অভিন্ন হৃদয় বন্ধু শচীন টেন্ডুলকার ও ব্রায়ান চার্লস লারা। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব যেমন আরও গাঢ় হয়েছে, তেমনই হয়তো খাবার মেনুতে মাছের প্রতি ভালোবাসা বেড়েছে এই দুই কিংবদন্তীর।
ঠিক সেকারণেই ৫০তম জন্মদিনে অভিন্ন হৃদয় বন্ধু লারাকে মাছ খাওয়ালেন মাস্টার-ব্লাস্টার। বিশেষ সেই মুহূর্ত ক্যামেরাবন্দী হবে না তা আবার হয় নাকি। ক্যামেরাবন্দী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শচীন। সেইসঙ্গে বন্ধুর জন্মদিনে টুইটারে ছোটে নবাবের বিশেষ বার্তা, 'খাবারের প্রতি ভালোবাসাই আমাদের বন্ধুত্বের ভিত, শুভ জন্মদিন ব্রায়ান লারা।’
এমনকি শুভেচ্ছা বার্তায় লারাকে ‘ফ্রেন্ডফিশ’ বলেও অভিহিত করেন শচীন। ছবিতেও দেখা যাচ্ছে দু’জনের পছন্দমতো খাবার মেনু জুড়ে বেশিরভাগটাই রয়েছে মাছের রেসিপি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ধারাভাষ্যকর হিসেবে এই মুহূর্তে ভারতেই সময় কাটাচ্ছেন লারা। মঙ্গলবারই শচীনের নামে উদ্বোধন হয়ে গেল এমআইজি ক্লাব প্যাভিলিয়নের।
উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েও ক্রিকেটের বরপুত্রকে জন্মদিনের শুভেচ্ছা জানান শচীন। কয়েক দিন আগে মাস্টার ব্লাস্টারের জন্মদিনে তাকে ‘খুব ভালো বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন লারা। একইসঙ্গে ২০০৬ বিশ্ব একাদশের হয়ে শচীনের সঙ্গে ব্যাটিংয়ের একটি ভিডিও ক্লিপিংও শেয়ার করেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তী।
বুধবার এমআইজি ক্রিকেট ক্লাবে নিজের নামে প্যাভিলিয়ন উদ্বোধনে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন টেন্ডুলকার। ৭-৮ বছর বয়সে স্কুল থেকে ফেরার পথে এমআইজি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডেই প্রথম ক্রিকেট খেলেছিলেন তিনি, জানান আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরানের মালিক।
বিডি প্রতিদিন/০২ মে ২০১৯/আরাফাত