টেস্ট ও ওয়ানডেতে আইসিসির বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদে পয়েন্ট কমেছে বাংলাদেশের। তবে ওয়ানডে ও টেস্ট র্যাঙ্কিংয়ের বার্ষিক এ হালনাগাদে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে যথাক্রমে ইংল্যান্ড ও ভারত।
প্রসঙ্গত, ২০১৫-১৬ মৌসুমের সিরিজের ফলাফল এ হালনাগাদে বাদ দেওয়া হয়েছে । তবে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমের পঞ্চাশ শতাংশ পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে।
গত ১৯ মার্চ আইসিসি’র সবশেষ হালনাগাদের পর টেস্টে বাংলাদেশের পয়েন্ট ছিল ৬৮। তবে বার্ষিক হালনাগাদে পয়েন্ট অবনতি হয়েছে টাইগারদের। তিন পয়েন্ট অবনতি হওয়ায় র্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট এখন ৬৫।
এছাড়া, আইসিসি’র বার্ষিক ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদেও বাংলাদেশের বড় অবনতি হয়েছে। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ছিল ৯০। তবে বার্ষিক পারফরম্যান্স বিবেচনায় ৪ ধাপ অবনতি হয়েছে টাইগারদের। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ৮৬।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ