মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে ভেঙে যেতে পারে আইপিএলের সর্বকালীন ব্যাটিং রেকর্ড। আর সেই রেকর্ড ভেঙে দিতে পারেন নাইটদের তারকা ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।
এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৫০টি ছক্কা হাঁকিয়েছেন রাসেল। এটাই দ্বাদশ আইপিএলে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড। রাসেলের পর ৩২টি ছক্কা হাঁকিয়ে তালিকায় ২ নম্বরে রয়েছেন পাঞ্জাবের ক্রিস গেইল। তিনে রয়েছেন মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া। উনিশের আইপিএলে ২৯টি ছক্কা হাঁকিয়েছেন পান্ডিয়া।
পরিসংখ্যান বলছে, এদিন আর মাত্র ৯টি ছয় হাঁকাতে পারলেই টুর্নামেন্টের রেকর্ডবুকে নাম তুলে ফেলতে পারবেন রাসেল। আইপিএলের ইতিহাসের কোনো এক মৌসুমে সবচেয়ে বেশি ছয় হাঁকানোর রেকর্ড রয়েছে ক্রিস গেইলের।
২০১২ সালের আইপিএলে এক মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের জার্সিতে ৫৯টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল। তারপরের মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোয় ২ নম্বরে রয়েছে গেইলের রেকর্ড ৫১টি ছক্কা। ২০১৩ আইপিএলে আরসিবি’র জার্সিতেই এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
অর্থাৎ মোহালির মাঠে এদিন ৯টি ছক্কা হাঁকালেই মরশুমে সবচেয়ে বেশি ছক্কার মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন রাসেল। আর ১০টি ছক্কা হাঁকালে আইপিএল মরশুমে সর্বাধিক ছক্কা হাঁকানোর নতুন কীর্তি গড়বেন দ্রে রাস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর