আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে জায়গা করে নিল ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স। এছাড়াও আইসিসির সাম্প্রতিক টি-টোয়েন্টি র্যাংকিংয়ে স্থান হয়েছে জার্মানি, স্পেন, বেলজিয়ামের মতো হেভিওয়েট ফুটবল খেলুড়ে দেশগুলো!
ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাট টি-টোয়েন্টি দিয়েই বিশ্বব্যাপী খেলাটিকে জনপ্রিয় করে তুলছে আইসিসি। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের জন্য যে র্যাংকিং করা হয়েছে, তাতে জায়গা পেয়েছে ৮০টি দল। গত বছর আইসিসি তার সদস্যদের মধ্যে হওয়া সব টি-টোয়েন্টি ম্যাচকেই আন্তর্জাতিক করার ঘোষণা দিয়েছে। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলুড়ে দলের সংখ্যা ১৮ থেকে এক লাফে ১০৪ হয়ে গেছে।
ফুটবলে এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটের র্যাংকিংয়ে আর্জেন্টিনার স্থান (৫৬)। ৬৯তম স্থানে আছে ব্রাজিল। স্পেন আর ফ্রান্স আছে যথাক্রমে ৪১তম এবং ৪৩তম অবস্থানে। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দেশ বেলজিয়াম র্যাংকিংয়ের ৪৫ নম্বরে। এই দেশগুলোর চেয়ে অনেকটাই এগিয়ে আছে আরেক ফুটবল পরাশক্তি জার্মানি। তারা র্যাংকিংয়ের ৩৬ নম্বরে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর