অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগে শেষ চারের দ্বিতীয় লেগে মঙ্গলবার দিবাগত রাতে ঘরের মাঠ বার্সাকে আতিথেয়তা জানাবে লিভারপুল। এই ম্যাচ দিয়ে ২০১৪ সালের পর প্রথমবারের মতো পুরোনো ঘরে ফিরবেন সুয়ারেজ। তাও আবার শত্রুবেশে। তাই এবার অ্যানফিল্ডের গোল করলেও কোন উদযাপন করবেন না বলে জানিয়েছেন বার্সেলোনার উরুগুইয়ান এই ফরোয়ার্ড।
প্রসঙ্গত, গত সপ্তাহে প্রথম লেগে কাতালানদের ৩-০ ব্যবধানে জয়ের প্রথম গোলটি করেছেন সুয়ারেজ। গোলের পর সতীর্থদের সঙ্গে উল্লাস করলেও ম্যাচের পর তার জন্য লিভারপুল সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
এবার গোল করলেও উদযাপন না করার কারণ হিসেবে সুয়ারেজ বলেন, ‘লোকজন জানে আমি এখানে (অ্যানফিল্ডে) খেলেছি। নিঃসন্দেহে এটা পরিস্কার যে, আমি যদি লিভারপুলের বিপক্ষে গোল করি তবে আগেরবারের মতো উদযাপন করব না।’
গত সপ্তাহে কেন উদযাপন করেছেন তারও ব্যাখ্যা দিয়েছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড, ‘যারা ফুটবল সম্পর্কে জানে এবং যারা খেলাটি ভালোবাসে তারা জানে গতবার গোল করার গুরুত্বটা। তাই উদযাপন করেছি। পৃথিবীর সমস্ত লিভারপুল সমর্থকদের আমি শ্রদ্ধা করি। আমি গোল করেছি এবং আমার সমর্থকদের (বার্সেলোনা) সঙ্গে উদযাপন করেছি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
উল্লেখ্য, সুয়ারেজ ছাড়াও শত্রুবেশে ঘরে ফিরবেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কুতিনহো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ