দীর্ঘদিন অসুস্থ থাকার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান সেইমোউর নার্স।
১৯৬০ থেকে ১৯৬৯ পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৯টি টেস্ট খেলেছিলেন তিনি।
সোমবার ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ক্যারিবীয় ও বার্বাডোজের আরেক ক্রিকেটার ডেসমন্ড হাইন্স তার ফেসবুক পোস্টে নার্সের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
বার্বাডোজের মিডলঅর্ডার ব্যাটসম্যান নার্সের ১৯৬০ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়। তবে ১৯৬৬ সালে ক্যারিবীয়দের ইংলিশ সফরে পাঁচ টেস্টে ৫০১ রান করে পরের বছর উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন।
নার্স তার ক্যারিয়ারে ৪৭.৬০ গড়ে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফসেঞ্চুরিসহ ২৫২৩ রান করেছেন। আর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ক্যারিয়ারে সেরা ২৫৮ রান করেছিলেন।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/কালাম