আইপিএলের ধকলের চাপ এবার কী পড়তে চলেছে ভারতের বিশ্বকাপ অভিযানে? কারণ কাঁধের চোটে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়লেন কেদার যাদব।
গ্রুপ লিগে পাঞ্জাবের বিরুদ্ধে চেন্নাইয়ের শেষ ম্যাচে আহত হন কেদার। যার জেরে প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারেননি। কাঁধের ওই চোট আইপিএলের প্লে-অফের বাইরে ছিটকে দিয়েছে ধোনির দলের এই স্পিনার-অলরাউন্ডারকে।
বিশ্বকাপের জন্য পরিবর্ত ক্রিকেটার নেওয়ার ডেডলাইন ২৩ মে। বোর্ড আগেই বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্ত হিসেবে রেখেছে রায়ডু এবং ঋষভ পন্তকে। কেদারের চোটের ফলে দরজা খুলে দিতে পারে আইপিএলে দারুণ ফর্মে থাকা পন্তের। তবে ফের বিতর্ক শুরু হয়েছে আইপিএলে একটানা খেলার ক্লান্তি নিয়ে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর