মাঠে ছন্নছাড়া। সাজঘরেও তাই। অদ্ভুত এক ঘোরে যেন বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বে লিভারপুলের কাছে ০-৪ ব্যবধানে লজ্জার হারের পর বার্সার ফুটবলারদের মনের অবস্থা কী ছিল, সহজেই অনুমেয়।
এদিকে অধিনায়ক মেসি টিম বাসে উঠেছেন কি না, সে খেয়াল কেউ করেননি। অ্যানফিল্ড থেকে বের হয়ে সোজা বিমানবন্দরে পৌঁছে যায় দল। মেসি নিজে ভেতরে ভেতরে যন্ত্রণায় কাতর হলেও, সতীর্থদের দিকে অবশ্য আঙুল তোলেননি। তবে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন লুইস সুয়ারেজ। বার্সার ডিফেন্ডারদের ‘স্কুল ছাত্র’ বলে কটাক্ষ করেছেন তিনি।
সুয়ারেজ বলেন, ‘খুব খারাপ লাগছে। আমরা দুঃখিত। এটা এমন এক সময়, যখন আত্মসমালোচনা করা উচিত। এই নিয়ে দ্বিতীয়বার একই ঘটনা ঘটল। পরপর দু’বার একই ভুল মেনে নেওয়া যায় না। অনেক কিছু নিয়ে ভাবতে হবে। সত্যিটা মুখের ওপর বলা দরকার। লিভারপুল যখন চতুর্থ গোলটা দিল, তখন আমাদের দেখে মনে হচ্ছিল, যেন জুনিয়র কোনো দল খেলছে।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর