ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।
বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হচ্ছে।
ডাবলিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পর পরিষ্কার হয়ে উঠবে ম্যালাহাইডের আকাশ। বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনাও তেমন থাকছে না। যদিও সন্ধ্যা ৭টার দিকে আবারো ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন