বলিভিয়ায় লীগ পর্যায়ের একটি ম্যাচে মাঠে হৃদরোগে আক্রান্ত রেফারির মৃত্যু হয়েছে। অলওয়েজ রেডি ও ওরিয়েন্টে পেট্রোলেরো ক্লাবের মধ্যে এল অল্টোর মিউনিসিপাল স্টেডিয়ামে ওই ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১, ৯০০ মিটার উপরে অবস্থিত।
ম্যাচের ৪৭ মিনিটের মাথায় ভিক্টর হুগো হার্তাদো নামের ওই রেফারি মাঠের মধ্যে পড়ে যান।
টিমের চিকিৎসক এরিক কোসজিনার সাংবাদিকদের বলেছেন, মাঠের মধ্যেই ওই রেফারি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেয়ার পথে দ্বিতীয়বার মারাত্মকভাবে হৃদরোগে আক্রান্ত হন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা