রাশিয়া বিশ্বকাপের পর দায়িত্ব পাওয়া লুইস এনরিকে স্পেনের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দায়িত্ব গ্রহণের ১১ মাস পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন তিনি। যদিও গত মার্চের পর থেকে দলের সঙ্গে ছিলেন না এনরিকে।
এনরিকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস।
এক বিবৃতিতে রুবিয়ালেস জানান, স্প্যানিশ ফুটবল সবসময় এনরিকেকে সমর্থন দিয়ে এসেছে এবং তার অনুপস্থিত থাকা নিয়েও আমরা কখনো প্রশ্ন তুলিনি। আর তার ব্যক্তিগত কারণে সরে যাওয়াকেও আমরা সম্মান করি।
এদিকে, এনরিকের অনুপস্থিতে কোচের দায়িত্ব পালন করা এনরিকের সহকারী রবার্ত মোরেনোকে হেড কোচ করা হয়েছে। সর্বশেষ জাতীয় দলের তিনটি ম্যাচে তার অধীনেই জয় পেয়েছে স্পেন।
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৯/মাহবুব