বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর মহেন্দ্র সিং ধোনি কি এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন? এই জল্পনার মধ্যই বিসিসিআই-এর এক ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে যে, ধোনি অবসরেরর কথা ঘোষণা না করলে তাকে ভবিষ্যতে হয়তো আরও দলে নাও নেওয়া হতে পারে। ভারতীয় দলের ‘অটোমেটিক চয়েস’ হিসেবে হয়তো আর থাকবেন না ধোনি।
ঘনিষ্ঠ সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটার হিসেবে দিন ফুরিয়ে গিয়েছে ভারতের বিশ্বকাপ-জয়ী সাবেক এই অধিনায়কের। ৩৮ বছরের ধোনিকে এবার অন্যদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বোর্ডের মুখ্য নির্বাচক এমএসকে খুব শিগগিরই কথা বলবেন ধোনির সঙ্গে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের উচ্চপদে থাকা একজনের কথায়, ‘ঋষভ পন্থের মতো নতুনরা অপেক্ষা করছে। ধোনি আর আগের ধোনি নেই। ওর উপস্থিতি এখন দলের ক্ষতি করছে।’
সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধোনি দলে থাকছেন না। ২০২০ বিশ্বকাপের জন্য ধোনির কথা ভাবা হচ্ছে না বলেই জানা গেছে। শুক্রবারই ধোনির প্রসঙ্গে প্রাক্তন অস্ট্রেলীয় ক্যাপ্টেন স্টিভ ওয়াহ বলেছিলেন, তাদের দেশে প্রবীণ ক্রিকেটারদের বাদ দেওয়াটা খুব সহজ। কারণ সামনে এগিয়ে যেতেই হয়। কিন্তু উপমহাদেশের ক্ষেত্রে তারকা ক্রিকেটার যখন কিংবদন্তী হয়ে যান। তখন তাকে বাদ দেওয়াটা কঠিন হয়ে যায়।
বিডি প্রতিদিন/কালাম