শিরোনাম
১৭ জুলাই, ২০১৯ ১৩:২২

টিম ইন্ডিয়ার কোচ হতে আলোচনায় যারা

অনলাইন ডেস্ক

টিম ইন্ডিয়ার কোচ হতে আলোচনায় যারা

বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে খুশি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে। তবে বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পর রবি শাস্ত্রীর চাকরির মেয়াদ বাড়ানো হবে কিনা সেটা নিয়ে ঘোর সন্দেহ তৈরি হয়েছে। আর টিম ইন্ডিয়ার হেড কোচসহ সাপোর্ট স্টাফ নিয়োগ দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি আরও সেটা উসকে দিয়েছে। এখন কোচ হতে হলে রবি শাস্ত্রীকেও আবেদন করতে হবে। গতকাল মঙ্গলবারই ভারতীয় সিনিয়র দলের কোচ এবং সাপোর্ট স্টাফ নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তা কারা রয়েছেন বোর্ডের সুনজরে?

জি নিউজের খবর, এই দৌড়ে এগিয়ে রয়েছেন বেশ কয়েকটি পরিচিত নাম। তারা হলেন পাকিস্তানের কোচ মিকি আর্থার, বিপিএলের রংপুর রাইডার্স ও আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদের টম মুডি, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের কোচ ট্রেভর বেলিস। বিপিএলের খুলনা টাইটান ও আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে। এছাড়া ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের কোচ গ্যারি কারস্টেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর