১৯ জুলাই, ২০১৯ ০৯:৪২

কোচ নির্বাচনে কোহলির মত শুনবে না বিসিসিআই

অনলাইন ডেস্ক

কোচ নির্বাচনে কোহলির মত শুনবে না বিসিসিআই

ফাইল ছবি

টিম ইন্ডিয়ার জন্য নতুন কোচ ও সাপোর্ট স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকী রবি শাস্ত্রীকেও দ্বিতীয়বার কোচ থাকতে গেলে, আবেদন করতে হবে। এর মধ্যেই জানা গেল, কোচ নির্বাচনে অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য শোনা হবে না। 

প্রসঙ্গত, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অনিল কুম্বলে। কারণ হিসেবে অধিনায়কের সঙ্গে মতপার্থক্যকেই দায়ী করেছিলেন সাবেক ভারত অধিনায়ক। এরপরই রবি শাস্ত্রীকে কোচ হিসেবে নিযুক্ত করা হয়। শাস্ত্রীর নিয়োগে অধিনায়ক কোহলির ভূমিকা ছিল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। 

তবে এবার হেড কোচ নিয়োগের বিষয়ে শুধুমাত্র তিন সদস্যের কমিটির মতামতকেই গুরুত্ব দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কমিটির প্রধান হলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। আগামী ১২ সেপ্টেম্বর ঘরের মাঠেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগেই নয়া কোচ বেছে নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। 

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর