ফিফা র্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম। বাংলাদেশের পয়েন্ট ৯২২। র্যাংকিংয়ে শীর্ষে স্থান ধরে রেখেছে বেলজিয়াম। ১৭৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। বৃহস্পতিবার জুলাই মাসের এ তালিকা প্রকাশ করা হয়।
১৭২৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বর থেকে দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। ১৭১৮ পয়েন্টে একধাপ নিচে নেমে তিন নম্বরে অবস্থান বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। চতুর্থ অবস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৬৫২। ১৬৩৭ পয়েন্টে ৩ ধাপ উপরে উঠে পঞ্চম স্থানে উরুগুয়ে।
বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের অবস্থান ষষ্ঠ। সপ্তম স্থানে রয়েছে বর্তমান বিশ্বকাপ রানার্স আপ ক্রোয়েশিয়া। পাঁচ ধাপ ওপরে উঠে অষ্টম স্থানে কলম্বিয়া। নবম স্থানে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সেরা দশে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনাও।
বিডি প্রতিদিন/ফারজানা