প্রাথমিক ধাক্কা সামলে দিয়েছিলেন জেসন রয়, জ্যাক লিচরা। কিন্তু লর্ডসে বৃহস্পতিবার লর্ডস টেস্টের দ্বিতীয় দিনেও চাপ কাটল না ইংল্যান্ডের। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩০৩ রান। ইংল্যান্ড এগিয়ে আছে ১৮১ রানে। হাতে আছে মাত্র এক উইকেট।
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ১২২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ইংল্যান্ড। গতকাল বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন ওপেনার জ্যাক লিচ এবং তিন নম্বরে নামা জেসন রয়ের জুটিতে আসে ১৪৫ রান। অল্পের জন্য সেঞ্চুরি হারান লিচ (৯২)। তাকে ফেরান প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া আইরিশ নায়ক টিম মুরতাগ। লর্ডসে টেস্ট অভিষেকে রয় নিজের চেনা ছন্দেই ঝড়ো ব্যাটিংয়ে ৭৮ বলে খেললেন ৭২ রানের ইনিংস।
প্রথম ইনিংসে ৮৫ রানে অল আউট হওয়ার কলঙ্ক মুছে ফেলতে রয়, লিচ ছাড়া অন্য ইংল্যান্ড ব্যাটসম্যানরা অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। আবার ব্যর্থ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক জনি বেয়ারস্টো (০)। প্রথম ইনিংসেও কোনও রান করতে পারেননি তিনি। এক ওপেনার লিচ রান পেলেও অন্য ওপেনার ররি বার্নস করেন ৬ রান।
ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান জো ডেনলি আউট হন মাত্র ১০ রানে। জো রুট (৩১) ও স্যাম কারানের (৩৭) লড়াইয়ে স্কোর কিছুটা ভদ্রস্থ হল। তবে বিপদ কাটেনি সদ্য বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ