তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ শুক্রবার মাঠে নেমেছে বাংলাদেশ। আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে টস জয়লাভ করেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। রুবেল-মুস্তাফিজুরের সঙ্গে পেস আক্রমণে দেখা যাবে শফিউল ইসলাকে। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনে দেখা যেতে পারে মিঠুনকে। কেননা, প্রস্তুতি ম্যাচে তিন নম্বর পজিশনে মিঠুন দুর্দান্ত ব্যাটিং করেন।
এই সিরিজে মাশরাফি-সাকিবের পাশাপাশি নেই লিটন-সাইফউদ্দিনও। তবুও বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছে না স্বাগতিকরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে সেই কথাই জানিয়েছেন।
এদিকে, একদিনের সিরিজের মুখোমুখি হওয়ার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। লঙ্কানদের ২৮৩ রানের টার্গেটের জবাবে ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। বাংলাদেশের হয়ে মোহাম্মদ মিথুন সর্বোচ্চ ৯১ রান করেন।
বাংলাদেশের একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ