টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। লংগার ভার্সন থেকে বিদায় নিলেও পাকিস্তানের হয়ে সিমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মাধ্যমে দেয়া এক বিবৃতিতে আমির বলেন, ‘ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও ঐতিহাসিক ফর্মেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এক বিরল সম্মানের বিষয়। তবে সাদা বলে আরও মনোযোগী হওয়ার লক্ষ্যে আমি লংগার ভার্সন থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
‘পাকিস্তানের হয়ে খেলা আমার স্বাভাবিক ইচ্ছা এবং উদ্দেশ্য এবং আগামী বছর টি-২০ বিশ্বকাপসহ দলের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজের সর্বোচ্চটা উজার করে দিতে শারীরিকভাবে সুস্থ থাকতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এমন সিদ্ধান্ত নেয়াটা মোটেই সহজ নয় এবং বেশ কিছু দিন যাবত আমি এ বিষয়ে চিন্তা করেছি। তবে যেহেতু খুব শিগগিরই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হতে যাচ্ছে এবং পাকিস্তানে বেশ কিছু চিত্তাকর্ষক তরুণ ফাস্ট বোলার আছে, তাই তাদের সুযোগ করে দিতে অবসর নেয়ার জন্য এটাই আমার সঠিক সময়, যাতে নির্বাচকরা তাদের পরিকল্পনামত এগোতে পারেন।’
২০০৯ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে আমিরের টেস্ট অভিষেক ঘটে। ৩৬ টেস্ট ক্যারিয়ারে ৩০.৪৭ গড়ে তিনি ১১৯ উইকেট শিকার করেছেন।
টেস্ট ক্রিকেটে তার সেরা বোলিং ফিগার ২০১৭ সালের এপ্রিলে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ রানে ৬ উইকেট।
বিডি প্রতিদিন/এনায়েত করিম