প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ১-৪ গোলে নরউইচ সিটিকে উড়িয়ে দিয়ে লিগ শুরু করেছে লিভারপুল। এ জয়ে ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ৪১ লিগ ম্যাচে অপরাজিত রইল লিভারপুল।
শুক্রবার রাতে অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
ম্যাচে ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। এরপর ২৮ মিনিটে নরউইচ আরও পিছিয়ে পড়ে ভার্জিল ভন ডাইকের হেডের গোলে।
বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ফেলে লিভারপুল। ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নিখুঁতভাবে উঁচু করে বাড়ানো বল হেডে জালে পাঠান বেলজিয়ান ফরোয়ার্ড অরিগি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতো অল-রেডরা। জর্ডান হেন্ডারসনের জোরালো শট গোলরক্ষক খানিকটা ঠেকানোর পর বাকিটা ঠেকায় পোস্ট।
অপরপ্রান্তে ৬৩তম মিনিটে মরিটস লাইটনারের জোরালো শট ক্রসবারে লাগে। তবে পরের মিনিটেই অফসাইডের ফাঁদ এড়িয়ে নিচু কোনাকুনি শটে ব্যবধান কমান ফিনিশ স্ট্রাইকার তেমু পুক্কি। প্রথমার্ধের মতো একতরফাভাবে গোলের দেখা না পেলেও একের পর এক আক্রমণে দ্বিতীয়ার্ধের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের দখলে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন