ক্রিকেটারদের ডোপ টেস্ট নিয়ে কিছুটা নড়েচড়ে বসেছে ভারতের ক্রিকেট। দেশটির ক্রিকেট বোর্ডও রাজি হয়েছে ক্রিকেটারদের ডোপ টেস্ট করানোর।
শুক্রবার দেশটির ক্রীড়া সচিব রাধেশ্যাম ঝুলানিয়া বলেছেন, দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ন্যাশনাল অ্যান্টি-ডোপিং অ্যাজেন্সির (নাডা) অধীনে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করাতে রাজি হয়েছে।
এদিন ঝুলানিয়া বিসিসিআই’র সিইও রাহুল জোহরির সঙ্গে সাক্ষাৎ করেন। ক্রীড়া সচিব জানান, বিসিসিআই নাডা’র ডোপ বিরোধী কর্মসূচিতে বিশ্বস্ত থাকার কথা লিখিতভাবে জানিয়েছে।সংবাদমাধ্যম পিটিআই-কে ঝুলানিয়া বলেন, “এখন থেকে সকল ক্রিকেটারদের নাডা’র কাছে ডোপ পরীক্ষা দিতে হবে।”
তিনি আরও বলেন, ‘ডোপ পরীক্ষার মান, ডোপ টেস্টের কিট এবং প্যাথলজিস্টদের নমুনা সংগ্রহের মান কেমন হবে তা নিয়ে বিসিসিআই তিনটি ইস্যু উত্থাপন করে। আমরা নিশ্চিত করেছি, তারা যেরকম সুবিধা চায় তাই দেওয়া হবে, তবে তার জন্য কিছু খরচ নেওয়া হবে। বিসিসিআই-এর সঙ্গে অন্যদের কোনো পার্থক্য নেই।’
প্রসঙ্গত, ভারতীয় ওপেনার ১৯ বছর বয়সী পৃথ্বি শ গত মাসে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ