মূল মৌসুম শুরুর আগে লা লিগা-সিরিআ কাপের প্রথম আসরের দ্বিতীয় ম্যাচে নাপোলিকে ৪-০ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা। প্রথম পর্বে ইতালিয়ান ক্লাবটি ২-১ গোলে হেরেছিল।
এদিন ম্যাচের প্রথমার্ধ অবশ্য কোনো গোলের দেখা পায়নি বার্সা। তবে দ্বিতীয়ার্ধে ৪৮ ও ৫৮ মিনিটে জোড়া গোলে জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। আর তার অ্যাসিস্টেই ৫৬ মিনিটে বার্সা ক্যারিয়ারে প্রথম গোলের দেখা পান অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেওয়া গ্রিজম্যান। পরে ৬৩ মিনিটে নাপোলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেম্বেলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ