ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫৯ রানে জয় পেয়েছে ভারত। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল দলটি।
পোর্ট অব স্পেনে টসে জিতে প্রথমে ব্যাট করা ভারত অধিনায়ক কোহলির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারয়ে ২৭৯ রান করে। ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি কেমার রোচের বলে আউট হওয়া আগে ১২৫ বলে ১৪টি চার ও এক ছক্কায় ১২০ রান করেন। এছাড়া ৭১ রান আসে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে।
জবাবে ব্যাট করতে নামা উইন্ডিজ ইনিংসের মাঝে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। পরে আট ওভার কমিয়ে নতুন টার্গেট দেওয়া হয় ২৭০। তবে ৪২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ