ইউরো বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার দিবাগত রাতে ঘরের মাঠ স্তাদ দে ফ্রান্সে ২০২০ ইউরো বাছাই পর্বের ‘এইচ’ গ্রুপে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দুর্দান্ত এই জয়ে অবদান রাখা কিংসলে কোমান টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন। সঙ্গে ক্লেমোঁ লংলে ও বেন ইয়েদেরের গোলে অ্যান্ডোরাকে সহজেই হারিয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের গতবারের রানার্সআপরা। বাছাইপর্বে এই নিয়ে টানা তিন ম্যাচ জিতলো ফরাসিরা।
ম্যাচের অষ্টাদশ মিনিটে জোনাতঁ ইকোনের দারুণ রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢোকার মুখে একজনের বাধা এড়িয়ে কোনাকুনি উঁচু শটে দলকে এগিয়ে দেন কোমান। তিন দিন আগে আলবেনিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।
২৮তম মিনিটে পেনাল্টি মিস করে ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট করে অঁতোয়ান গ্রিজমান। ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লংলে। গ্রিজমানের ফ্রি-কিকে বল ছোট ডি-বক্সের মুখে পেয়ে হেডে গোলটি করেন বার্সেলোনার এই ডিফেন্ডার। আর যোগ করা সময়ে কাছ থেকে দলের তৃতীয় গোলটি করেন মোনাকোর ফরোয়ার্ড বেন ইয়েদের।
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। আরেক ম্যাচে মলডোভাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া তুরস্কের পয়েন্টও ১৫, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে আছে তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম