ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে এখন এই ম্যাচ হবে ১৮ ওভারের। দুই দফা মাঠ পরিদর্শনের পর নতুন সূচিতে রাত আটটায় খেলা চালানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী জিম্বাবুয়ে শুরুতেই ধাক্কা খায়। দলীয় ৭ রানের মাথায় জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। তিনি ফেরান ব্র্যান্ডন টেলরকে। ফেরার আগে তিনি করেন ৫ বলে ৬ রান করেন। এরপর শুরুর থাক্কা সামলিয়ে ৬ ওভারে ৪৮ রান তুলে ফেলে জিম্বাবুয়ে। ৭ম ওভারে দলীয় ৫১ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। মুস্তাফিজুর রহমান বিদায় করেন ক্রেগ আরভিনকে। আরভিন করেন ১৪ বলে ১১ রান।
শুক্রবার কাল থেকেই মিরপুরে ভারি বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকেই বৃষ্টিপাত কমতে শুরু করে। এরপর বিকেল সাড়ে ৪টায় বৃষ্টি পুরোপুরি থেমে যায়। কিন্তু আউটফিল্ড খেলার উপযোগী না হওয়ায় টসে বিলম্ব হয়।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ