বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে আজ রবিবার আরও বড় পরীক্ষা। আফগানিস্তানের বিরুদ্ধে স্পিন ত্রয়ী রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমানকে সামলাতে হবে সাকিব আল হাসানদের। টি-২০তে রশিদ খানের দলটি খুবই ভয়ঙ্কর। গত বছর তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। টি-২০তে তারা বাংলাদেশের বিরুদ্ধে মাত্র এক ম্যাচে হেরেছে। সেটাও ২০১৪ সালে। তাই বলাই যায়, এখন রশিদ খানেরা অনেক বেশি আত্মবিশ্বাসী এক দল।
তবে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশও ফিরে পেয়েছে মোমেন্টাম। তাই নিকট অতীতের দুঃস্মৃতি ভুলে আজ নতুনভাবে নতুন করে আত্মবিশ্বাসী নিয়ে মাঠে নামছেন সাকিবরা। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে আফগানিস্তানের। টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান।
রবিবার (১৫ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুরুতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।টসে হারার পর টাইগার দলপতি সাকিব আল হাসান জানিয়েছেন, টসে জিতলে তিনিও ব্যাটিংই নিতেন।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ-
হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাঈব, নাজিব তারাকাই, রহমতুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, করিম জানাত, ফরিদ মালিক।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ