অনেক নাটকীয়তার পর পাকিস্তানে সফরে যেতে রাজি হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। যদিও প্রথমসারির ১০ ক্রিকেটার থাকছেন না এই সফরে। এর মধ্যেই আগামী বছরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। একইসঙ্গে আইসিসির নিষেধাজ্ঞায় থাকা জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত।
যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞা থাকায় আইসিসির ইভেন্টে খেলতে পারবে না জিম্বাবুয়ে। তবে এর বাইরে কোনো ধরনের ক্রিকেটে তাদের খেলতে বাধা নেই। তাই বাংলাদেশে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলে গেছে আফ্রিকার দেশটি।
তবে বিসিবির পথে হাঁটছে না বিসিসিআই। তাই আগামী জানুয়ারির সিরিজ থেকে বাদ দিয়েছে জিম্বাবুয়েকে। এখন গোয়াহাটি, ইন্দোর ও পুনেতে হতে যাওয়া সিরিজে খেলবে শ্রীলঙ্কা। ম্যাচগুলো হবে ৫, ৭ ও ১০ জানুয়ারিতে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম