মহেন্দ্র সিং ধোনি কবে জাতীয় দলে ফিরবেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কি একেবারেই ব্যাট-প্যাড তুলে রাখবেন, না আগামী বছর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খাকবেন, তা নিয়েও সংশয় রয়েছে। তবে শোনা যাচ্ছে, চোটের জন্যই এই মুহূর্তে জাতীয় দলের বাইরে রয়েছেন ধোনি।
বিশ্বকাপ পরবর্তী ভারতীয় দলে এখনও দেখা যায়নি ধোনিকে। বিশ্বকাপের পর দু’মাসের ছুটি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কাজ করেন সাবেক ভারতীয় এই অধিনায়ক। ফলে ক্যারিবিয়ান সফর ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজেও নেই মাহি। কিন্তু শোনা যাচ্ছে, ছুটি আরও বাড়ানোয় নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে পাওয়া যাবে না ধোনিকে। ফলে একের পর এক সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখা নিয়েও উঠছে প্রশ্ন।
শোনা যাচ্ছে, ধোনির অনুপস্থিতির কারণ চোট। বিশ্বকাপ চলাকালীনই পিঠের ব্যাথায় ভুগছিলেন মাহি। কারণ আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ব্যাটিং করার সময় পিঠে ব্যাথা অনুভব করেছিলেন ধোনি। এই ম্যাচে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সুপার কিংস ক্যাপ্টেন।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মাহি জানিয়েছিলেন, ‘চোটটা খারাপ, তবে কতটা খারাপ, তা বলতে পারব না।’ পিঠে ব্যাথা নিয়েই বিশ্বকাপ খেলায় চোট আরও বাড়ে। এছাড়াও বিশ্বকাপে কবজিতে চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান। সূত্রের খবর নভেম্বরের মধ্যে ফিট হয়ে উঠবেন ধোনি। আপাতত পুরোপুরি ফিট না-হয়ে মাঠে নামতে চান না ধোনি। ক্যারিয়ারে শেষ সময়ে চোট নিয়ে খেলে সেরাটা দিতে পারবেন না, এমনটা চান না মাহি।
বিডি-প্রতিদিন/শফিক