ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মাঠের বাইরের 'কাণ্ডে' বারবার আলোচিত তিনি। তারই জের ধরে আবারও নেতিবাচক কারণে শিরোনাম হলেন হার্দিক পান্ডিয়া। এবার বয়স ও অভিজ্ঞতায় সিনিয়র এবং সাবেক ভারতীয় পেসার জহির খানের জন্মদিনে ‘ধৃষ্টতাপূর্ণ’ টুইট করেছেন তিনি।
জহির খানের ৪১তম জন্মদিন ছিল গত সোমবার। স্বাভাবিকভাবেই এই কিংবদন্তিতুল্য সাবেক পেসারকে সামাজিক যোগযোগমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করেছে ভারতের ক্রিকেটাঙ্গন। কিন্তু এতসব শুভেচ্ছার মাঝে হার্দিক পান্ডিয়ার টুইট সবার নজর কেড়েছে। তবে এই ‘নজর কাড়া’ অবশ্যই নেতিবাচক অর্থে।
‘শুভ জন্মদিন জ্যাক (জহির খান)... আশা করি তুমিও আমার মতো এখানে ছক্কা হাঁকাতে পারবে,' নিজের টুইটে এই কথা লিখে নিচে একটি ভিডিও পোস্ট করেছেন পান্ডিয়া। ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে জহির খানের বলে ছক্কা হাঁকিয়েছিলেন পান্ডিয়া। ওই মুহূর্তের ভিডিও ফুটেজটুকুই তিনি টুইটে শেয়ার করেছেন।
পান্ডিয়ার এমন অদ্ভুত টুইটের জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটভক্তরা। তাদের মতে, সাবেক ভারতীয় ও মুম্বাই ইন্ডিয়ান্স তারকা, যার ঝুলিতে আছে সব ফরম্যাট মিলিয়ে ভারতের জার্সিতে ৬১০টি উইকেট, তার প্রতি ‘অসম্মান’ প্রদর্শন করেছেন পান্ডিয়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ