ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার আকাশ চোপড়া একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটি মেয়ে চোখ ধাঁধানো অ্যাকশনে বোলিং করে যাচ্ছে। তার বোলিং অ্যাকশন হরভজন সিংয়ের মতো নাকি যশপ্রীত বুমরাহের মতো- সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল ঝড়।
বুধবার টুইটারে সেই স্লো-মোশনের ভিডিও শেয়ার করেন আকাশ চোপড়া। তবে চোখ ধাঁধানো অ্যাকশনে বোলিং করা মেয়েটির পরিচয় পাওয়া যায়নি।
হরভজন সিংকে ট্যাগ করে টুইটারে আকাশ লিখেন, 'হরভজন সিং এই মেয়েটি মনে হচ্ছে তোমার বোলিংয়ে অনুপ্রাণিত হয়েছে। তুমি এভাবেই আমাদের দেশের নানান প্রান্তের আরও অনেক নবীন স্পিনারদের জন্য আইডল হয়ে আছ!' অনেকেই আকাশ চোপড়ার সঙ্গে সহমত পোষণ করেছেন।
তারা একবাক্যে বলছেন যে, সত্যিই মেয়েটি হবহু হরভজনের মতোই বল করে! তবে কেউ কেউ আবার ভিন্ন মত প্রকাশ করেছেন। অনেকেরই বক্তব্য, মেয়েটির বোলিং অ্যাকশন তো হরভজনের মতো নয়; পুরোপুরি জসপ্রিত বুমরাহের মতো।
কেউ কেউ আবার বলছেন, এই দুজনের মতো অ্যাকশনেই বোলিং করতে পারে মেয়েটি। তবে এই ভিডিও নিয়ে হরভজন বা বুমরাহের কেউ এখনো মুখ খুলেননি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন