শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজেদের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবার তাদের প্রতিপক্ষ মালয়েশিয়ান লিগে খেলা কঠিন দল তেরেনগানু। তবে কঠিন ম্যাচটা জিতেই সেমিফাইনাল খেলার লক্ষ্য কিংসের।
চট্টগ্রাম বন্দরের পাশে অবস্থিত প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে অনুশীলন করতে এসে জাতীয় দলের ফুটবলার রবিউল বলেন, 'আমাদের জয়ের মেন্টালিটি প্রয়োজন ছিল। সেটা আমরা পেয়েছি। কাল যে ম্যাচ তাতেও এই জয়ের ধারাটা ধরে রাখতে চাই।'
তবে ক্লাব কর্তাদের পক্ষ থেকে কোন চাপ নেই বলেও জানান তিনি। এই কারণেই নাকি নির্ভার হয়ে খেলবে বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জটা নিবে ঠিক, পাশাপাশি উপভোগও করবে। অবশ্য এরই ফাঁকে নিজেদের কম্বিনেশনটাও ঠিক করে নিচ্ছে বসুন্ধরা কিংস।
রবিউল বলেন, ‘আমাদের কোচ অস্কার ব্রুজোন অ্যাটাকিং ফুটবল খেলতে চান। আমরা এর সঙ্গে মানিয়ে নিচ্ছি।’ শক্তিশালী প্রতিপক্ষ তেরেনগানুর বিপক্ষেও অ্যাটাকিং ফুটবলই খেলবে কিংস। তবে কিছুটা সতর্ক তো থাকবেই।
সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি বলেন, ‘আমাদের বিশেষ পরিকল্পনা থাকবে। তাছাড়া ম্যাচ চলার সময়ও পরিকল্পনা প্রয়োজন মতো বদলে নিব আমরা।’ তাছাড়া মালয়েশিয়ান ক্লাবটিতে খেলেন ইংলিশ ফুটবলার লি টাক। তাকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথা বললেন রক্সি।
তিনি বলেন, ‘লি টাককে রুখবার জন্য আমাদের আলাদা পরিকল্পনা থাকবে।’ তেরেনগানুর বিপক্ষে দলে বেশ কিছু পরিবর্তন আসছে বলেও জানান সহকারী কোচ। আর অস্কার ব্রুজোনের লাল কার্ড নিয়ে বলেন, বখতিয়ার আমারে মূল প্লেয়ার। তাকে বার বার পিছন থেকে ট্যাকল করছিল।
কোচ বলছিলেন, 'তাকে সেভ করার জন্য প্রতিপক্ষ ফুটবলারকে লাল কার্ড দেখাতে। এতে কোচকেই লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। কোচ তেরেনগানুর বিপক্ষেও ডাগ আউটে থাকবেন না। ডাগ আউটটা সামলাতে হবে রক্সিরই। আমি আগেও এই ধরনের চাপ সামলেছি। সুতরাং কোন সমস্যা হবে না।’
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে বি গ্রুপে ৪ পয়েন্ট ও +২ গোল ব্যবধান নিয়ে শীর্ষে আছে তেরেনগানু ও গোকোলাম কেরালা। কিংসের সংগ্রহ ৩ পয়েন্ট। চেন্নাই সিটি এফসি কোন পয়েন্ট সংগ্রহ না করায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। গ্রুপের এই অবস্থানে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বসুন্ধরা কিংসের।
মালয়েশিয়ান ক্লাব তেরেনগানু এফসির সঙ্গে ড্র হলেও বিদায় নিতে হবে পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। সে ক্ষেত্রে গোকোলাম কেরালা চেন্নাই সিটি এফসির কাছে হারলেও তারাই খেলবে সেমিফাইনাল। কারণ, প্রথম ম্যাচে গোকোলাম কেরালার কাছে পরাজিত হয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
তেরেনগানুর সঙ্গে ড্র করলে কিংসের পয়েন্ট হবে ৪। গোকোলাম কেরালা হারলেও হেড-টু-হেড পয়েন্টের হিসেবে সেমিফাইনালে চলে যাবে তারা। যাই ঘটুক কেরালার সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত। বসুন্ধরা কিংসের মূল লড়াই এখন মালয়েশিয়ান ক্লাব তেরেনগানুর সঙ্গে। সেমিফাইনাল খেলতে হলে মালয়েশিয়ান ক্লাবটিকে বিদায় করেই খেলতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত