ভারতের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্পের প্রথম দিন ছিল আজ শুক্রবার। এদিন মিরপুরে শেরে বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলনে গা গরম করেছেন ক্রিকেটাররা। তবে অনুশীলন ক্যাম্পের প্রথম দিনে যোগ দেননি টাইগারদের টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
ক্রিকেটারদের ধর্মঘটে নেতৃত্ব দেয়া বাংলাদেশ দলপতি সাকিব অনুশীলনে না থাকা নিয়ে হঠাৎ চারদিকে গুঞ্জন, ফিসফাস শুরু হয়। তবে দুশ্চিন্তার কিছু নেই। অন্য কিছু নয়, শারীরিক অসুস্থতার কারণেই প্রথম দিনের অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি সাকিব।
জানা গেছে, টানা কয়েক দিনের বৃষ্টি আর আর্দ্র আবহাওয়ায় ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন সাকিব। যেহেতু বড় ধরনের কোনো শারীরিক সমস্যা নয়, তাই ধারণা করা হচ্ছে দ্বিতীয় দিনেই দলের সঙ্গে ক্যাম্পে দেখা যাবে সাকিবকে।
বিডি-প্রতিদিন/মাহবুব