ভারতের জাতীয় দলের হয়ে আর ক্রিকেট খেলবেন না। আইপিএলেও খেলতে দেখা যাবে না যুবরাজ সিংকে। কিছুদিন আগেই অবসর নিয়েছেন তিনি। তবে অবসর নেওয়ার সময়ই তিনি জানিয়েছিলেন, বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। এবার টি-টেন লিগে খেলতে দেখা যাবে যুবিকে। আবু ধাবিতে টি-টেন লিগে যুবরাজ খেলবেন মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে।
যুবরাজ সিং জানিয়েছেন, ''এই টুর্নামেন্ট সফল করার জন্য উদ্যোক্তারা যথেষ্ট চেষ্টা করছেন। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলার সময় বিশ্ব ক্রিকেটের বেশ কয়েকজন তারকার সঙ্গে খেলার সুযোগ হবে ভেবে ভাল লাগছে।''
যুবি আরও বলেছেন, অনেক তো টেনশন নিয়ে খেলেছি। এবার একটু ফুরফুরে মেজাজে ক্রিকেট খেলতে চাই। তাই ছোট ফরম্যাটে খেলার সিদ্ধান্ত। আমি আরও বেশি টি-টোয়েন্টি খেলতে চাই। যেখানেই খেলার সুযোগ পাব আমি হাজির হয়ে যাব। টি-টেন ছোট ফরম্যাটের খেলা। দর্শকরা আনন্দ পাবেন। নিজেকেও ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ