ঘরের মাঠে বুধবার জেনোয়াকে ২-১ গোলে হারিয়েছে মাওরিসিও সাররির দল জুভেন্টাস। তবে এই ম্যাচে রোমাঞ্চের ছোঁয়া লাগে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। ক্রিস্তিয়ানো রোনালদো বল জালে জড়ালেও ভিএআর প্রযুক্তির সাহায্যে গোল দিলেন না রেফারি। পরের মিনিটেই সফল স্পট কিক থেকে দলকে জয় এনে দিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
প্রথমার্ধের ৩৬ মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে স্বাগতিকরা লিড নেওয়ার পর ম্যাচের ৪০ মিনিটে ক্রিশ্চিয়ান কুয়ামের গোলে সমতা ফেরায় জেনোয়া।
পরে দিবালাকে ফাউল করে ৫১তম মিনিটে ফ্রান্সেসকো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় জেনোয়া। অন্যদিকে, ৮৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আদ্রিওঁ রাবিও মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় জুভেন্টাসও।
অবশেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় টানা আটবারের চ্যাম্পিয়নরা। ডি-বক্সে রোনালদো ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। নিখুঁত শটে এবারের লিগে নিজের পঞ্চম গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
১০ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল জুভেন্তুস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ